শেখ কামাল ওয়ালটন ৫ম জাতীয় ডিউবল প্রতিযোগিতা (পুরুষ ও মহিলা) আগামী ১৩ আগস্ট রোববার থেকে শুরু হচ্ছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামস্থ শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ৮ টি এবং মহিলা বিভাগে ৬ টি দল অংশ নেবে।
বুধবার (৯ আগস্ট) এ প্রতিযোগিতাকে ঘিরে এক সংবাদ সম্মেলন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ডিউবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক বি.এম. সহিদুজ্জামান, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আজম আলী খান, স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার ডন ও ট্রেজারার দ্বীন ইসলাম প্রমুখ।
এবারের প্রতিযোগিতা থেকে সেরা খেলোয়াড় বাছাই করে গঠন করা হবে জাতীয় ডিউবল দল। আগামী আক্টোবরে ভারতের মহারাষ্ট্রে অনুষ্ঠিত হবে এশিয়ান চ্যাম্পিয়নশীপ। এতে বাংলাদেশসহ ১২ টি দেশ অংশ নেবে। হ্যান্ডবল ভলিবল ও রাগবির আদলে এ খেলায় গত দুই আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে।
পুরুষ দল : বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, বাংলাদেশ জেল, খুলনা জেলা, সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাব, বি জে আর সি নারায়নগঞ্জ, রাজধানী স্পোর্টিং ক্লাব ও ফিরোজ স্মৃতি সংসদ।
মহিলা দল : বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি, জামালপুর জেলা, জে বি আর সি নারায়নগঞ্জ, রাজধানী স্পোর্টিং ক্লাব ও ফিরোজ স্মৃতি সংসদ। ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে খেলা বন্ধ থাকবে। ১৬ আগষ্ট প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে।