বাংলাদেশ পুরুষ ও মহিলা দলের লক্ষ্য বিশ্বকাপে খেলা
22, August, 2023, 6:07:0:PM
ক্রীড়া প্রতিবেদক :
আগামী ২৫ অক্টোবর থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ওমানের সালালাতে অনুষ্ঠিত হবে এশিয়া হকি-৫ ওয়ার্ল্ড কাপ ২০২৩ বাছাই পর্বে বাংলাদেশ পুরুষ ও মহিলা দল অংশ নেবে। উভয় দলের টার্গেট সেমিফাইনালে উঠে বিশ্বকাপে অংশ নেয়ার। এ উপলক্ষে রবিবার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান হকি ফেডারেশনের সাধারন সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদ।
সংবাদ সম্মেলনে সাঈদ জানান, বাংলাদেশ এই প্রথমবারের মতো এধরনের আসরে খেলতে যাচ্ছে। পাচঁ জনের অংশগ্রনের এ এশিয়া কাপ কোয়ালিফাইং গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং চায়না, চাইনিজ তাইপে, ইন্দোনেশিয়া, ইরান ও স্বাগতিক ওমান। ওমান স্বাগতিক দল হিসেবে সরাসরি তারা বিশ্বকাপে খেলবে। বাকি পাচঁ দলের মধ্যে সেরা তিনটি দল খেলবে বিশ্বকাপে। বাংলাদেশের লক্ষ্য ওমান, ইরান ও ইন্দোনেশিয়াকে হারিয়ে বিশ্বকাপে খেলা। তিনি বলেন, পুরুষ দল দীর্ঘদিন অনুশিলন ক্যাম্পেই আছে আশা করি তাদের কাছ থেকে সন্তোজনক ফলাফল পাবো আমরা। অন্যদিকে মহিলা দলের পারফরম্যান্সও ভালো।
মহিলা দলের অধিনাক ফারদিয়া আকতার বলেন, এ ধরনের আসলে আমরা প্রথম অংশগ্রহন করলেও আমাদের দলের খেলোয়াড়দের মধ্যে এখন বেশ আন্ডাস্টেনিং রয়েছে। আমরা ইন্দোনেশিয়া ও ইরানের বিপক্ষে ভালো ফলাফল করতে পারবো ইনশাআল্লাহ্। অন্যদিকে পুরুষ দলের অধিনায়ক গোলকিপার অসিম গোপ বলেন, নতুন এ ধরনের খেলাটা আসলে টি-টুয়েন্টি গেম এর মতো। অল্প সময়ের মধ্যে ফলাফল বের করে আনা। আশা করি আমাদের সেটা সময়মতো করার সামর্থ্য আছে। আমাদের টার্গেট বিশ্বকাপের সেমিফাইনাল খেলা।
এবারের এ আসরে অংশ নিতে বাংলাদেশ দলের ব্যায় হবে প্রায় অর্ধকোটি টাকা। বাংলাদেশ মহিলা দল ২২ আগষ্ট এবং পুরুষ দল ২৬ আগষ্ট দেশ ছাড়বে। মহিলা হলের প্রথম খেলা ২৫ আগষ্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে।
পুরুষ দল : অসিম গোপ (অধিনাক), সারোয়ার, মাহবুব, শিশির, ইমন, শাওন, রাজু আহমেদ তপু ও আবেদ উদ্দিন। মহিলা দল : ফারদিয়া (অধানায়ক), সুমি (জিকে), মুক্তা, মনি, কনা ও আইরিন রিমা। কোচ : জাহিদ হোসেন রাজু।