রিংবল ফেডারেশন অব ইন্ডিয়া এর আমন্ত্রণে আগামী ৬ ফেব্রুয়ারী মঙ্গলবার ভারতের সাথে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলতে নয়া দিল্লী যাচ্ছে বাংলাদেশ জাতীয় রিংবল দল। এর আগে ২০২২ সালে ভারতের জাতীয় মহিলা ও পুরুষ দল বাংলাদেশে অনুষ্ঠিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক রিংবল টুর্ণামেন্টে অংশ নিয়েছিলো। ওই টুর্ণামেন্টে বাংলাদেশ নারী দল চ্যাম্পিয়ন ও পুরুষ দল রানার্স আপ হয়েছিলো। এবার বাংলাদেশ পুরুষ দলের লক্ষ্য দুটি ম্যাচেই জয়লাভ করা।
আগামী ৯ ফেব্রুয়ারী খেলার ভ্যান্যুতে পৌঁছবে বাংলাদেশ টিম। ১০ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচ ও ১১ ফেব্রুয়ারী সমাপনী খেলায় অংশ নেবে বাংলাদেশ জাতীয় দল।
ইতোমধ্েযই রিংবল খেলাটি বেশ জনপ্রিয় হয়ে উঠছে দেশে। একটি জাতীয় লীগ ও ৮ টি আন্তর্জাতিক টুর্ণামেন্ট সহ বিভিন্ন জাতীয় প্রতিযোগিতা আয়োজন করে প্রশংসিত হয়েছে বাংলাদেশ রিংবল এসোসিয়েশন।
চলতি বছর এশিয়ান রিংবল ফেডারেশনের আমন্ত্রণে থাইল্যান্ডে ২০ জাতি টুর্ণামেন্টে খেলতে যাবে বাংলাদেশ টিম। অন্যদিকে এশিয়ান ওই টুর্ণামেন্টে ভালো ফলাফল করে বিশ্ব রিংবলে খেলার প্রত্যাশার কথা জানিয়েছেন রিংবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক লায়ন মোঃ শহিদুল্লাহ্।
বাংলাদেশ দলের সদস্যরা হলেন- রিংবল এসোসিয়েশনের সভাপতি মিনহাজুল ইসলাম মিনহাজ, সহ সভাপতি আহমেদ হোসেন চান ও ইসকান্দার মির্জা, সাধারণ সম্পাদক লায়ন মোঃ শহিদুজ্জান, টিম ম্যানেজার মোঃ আব্দুল হাকিম, টিম অফিসিয়াল মোঃ রাসেল আহমেদ। দলের কোচ হিসেবে আছেন এস এম হাসান।