ক্রীড়া প্রতিবেদক : সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে এশিয়া কাপের মাঝ পথে দেশে ফিরে এসেছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। শ্রীলঙ্কা থেকে ঢাকায় আসার একদিন পরই সুসংবাদ শোনালেন মুশফিক।
আজ সোমবার রাজধানীর একটি হাসপাতালে মুশফিকের স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডির কোলজুড়ে এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান। বর্তমানে মা ও মেয়ে দুজনেই নিবিড় পর্যবেক্ষণে আছেন।
ফেসবুকে পোস্ট করা এক বার্তায় মুশফিক লেখেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে... আলহামদুলিল্লাহ সর্বশক্তিমান আল্লাহ আমাদের একটি কন্যা সন্তান দান করেন... মা এবং শিশু- দু’জনই পর্যবেক্ষণে রয়েছে.. সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
দীর্ঘদিন প্রেম করার পর ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর জান্নাতুল কিফায়াত মন্ডির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মুশফিক। এই দম্পতির ঘর আলো করে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি পৃথিবীতে আসে ছেলে শাহরোজ রহিম মায়ান।