স্বাধীন বাংলা ডেস্ক: আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল। এসময় তামিমের সঙ্গে ছিলেন স্ত্রী আয়েশা সিদ্দিকা। গতকাল বৃহস্পতিবার রাতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।
তামিম ইকবাল নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে এ তথ্য নিশ্চিত করেন। পোস্টে মামিম লেখেন- মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাটা সবসময় আনন্দের। তবে কি জন্য দেখা করেছেন, কোন বিষয় নিয়ে আলোচনা করেছেন তা পরিস্কার করেননি।
তবে, একটি বেসরকারি সংবাদমাধ্যমকে তিনি বলেন, বিশেষ কোনো প্রয়োজনে নয়, এমনিতেই মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তবে ক্রিকেট নিয়ে একদমই কথা হয়নি তেমন নয়, অল্প কিছু কথা হয়েছে বলে জানান তামিম।