নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে ১৫ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন পারুল বেগম। এই প্রথম পৌরসভায় ওয়ার্ড কাউন্সিলর পদে পুরুষের সঙ্গে ভোটের প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নেমেছেন তিনি। এই ওয়ার্ডে মোট ৬ প্রার্থী সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সাধারণ কাউন্সিলর পদে প্রথম নারী হিসেবে গাজর প্রতীক নিয়ে পারুল বেগম এলাকায় নারী ও পুরুষ ভোটারদের মধ্যে দারুণ প্রভাব ফেলেছেন।
কাউন্সিলর প্রার্থী পারুল বেগম এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বলেন, বিগত সময় যারা এ ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে ছিলেন নীতিগতভাবে তারা কী করেছে সেটি আমি বলব না। তবে আমি কাউন্সিলর হলে এলাকার বিরাজমান যে সমস্যাগুলো ধারাবাহিকভাবে চলমান সেই সমস্যাগুলোর সমাধান করব।
তিনি বলেন, আমার এলাকায় মাদক ও জুয়ার কারণে যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে, চলছে নারী নির্যাতন। এলাকার মুরব্বিদের সঙ্গে নিয়ে এসব অসামাজিক কর্মকাণ্ড থেকে বিপথে থাকা যুবকদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনার চেষ্টা করব। আমি সাহসিকতার সঙ্গে এই এলাকায় বাল্যবিবাহ এবং নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকব, ইনশাআল্লাহ।
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে ১৫ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন পারুল বেগম। এই প্রথম পৌরসভায় ওয়ার্ড কাউন্সিলর পদে পুরুষের সঙ্গে ভোটের প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নেমেছেন তিনি। এই ওয়ার্ডে মোট ৬ প্রার্থী সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সাধারণ কাউন্সিলর পদে প্রথম নারী হিসেবে গাজর প্রতীক নিয়ে পারুল বেগম এলাকায় নারী ও পুরুষ ভোটারদের মধ্যে দারুণ প্রভাব ফেলেছেন।
কাউন্সিলর প্রার্থী পারুল বেগম এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বলেন, বিগত সময় যারা এ ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে ছিলেন নীতিগতভাবে তারা কী করেছে সেটি আমি বলব না। তবে আমি কাউন্সিলর হলে এলাকার বিরাজমান যে সমস্যাগুলো ধারাবাহিকভাবে চলমান সেই সমস্যাগুলোর সমাধান করব।
তিনি বলেন, আমার এলাকায় মাদক ও জুয়ার কারণে যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে, চলছে নারী নির্যাতন। এলাকার মুরব্বিদের সঙ্গে নিয়ে এসব অসামাজিক কর্মকাণ্ড থেকে বিপথে থাকা যুবকদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনার চেষ্টা করব। আমি সাহসিকতার সঙ্গে এই এলাকায় বাল্যবিবাহ এবং নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকব, ইনশাআল্লাহ।
বগুড়া প্রতিনিধি: সাংবাদিক ইউনিয়ন বগুড়া (রেজি: নং ৩০০৯) এর ত্রি-বার্ষিক নির্বাচন শনিবার উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশন কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতীহীন ভাবে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে মীর্জা সেলিম রেজা (দৈনিক মুক্তবার্তা) ৫৫ ভোট পেয়ে পূণরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ ফজলে রাব্বী ডলার (দৈনিক বগুড়া) পেয়েছেন ৪১ ভোট।
সাধারণ সম্পাদক পদে ৬৬ ভোট পেয়ে পূণরায় নির্বাচিত হয়েছেন গনেশ দাস (বার্তা-২৪), নিকটতম প্রতিদ্বন্দ্বী মমিনুর রশিদ শাইন (দৈনিক বগুড়া) পেয়েছেন ২৯ ভোট।
অন্যান্য নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি আব্দুর রহিম (দৈনিক খোলা কাগজ) ৩৬ ভোট, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াদুদ (দৈনিক সাতমাথা) ৩৭ ভোট, সাংগঠনিক সম্পাদক মাহফুজ মন্ডল (দি ইনডিপেনডেন্ট) ৫৯ ভোট, কোষাধ্যক্ষ আজিজুল হাকিম রুমন (এটিএন বাংলা) ৩৯ ভোট, দপ্তর সম্পাদক ফেরদৌসুর রহমান (দৈনিক আলোকিত বাংলাদেশ) ৫৩ ভোট এবং কার্যনির্বাহী সদস্য এস এম আবু সাঈদ (দীপ্ত টিভি) ৫৪ ভোট ও আতাউর রহমান মিলন (দৈনিক দূরন্ত সংবাদ) ৩৬ ভোট। মোট ৯৯ ভোটারের মধ্যে ৯৮জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাবেক সভাপতি মতিউল ইসলাম সাদীর নেতৃত্বে ৩ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন।
বরিশাল প্রতিনিধি : দুই বাস শ্রমিককে গ্রেপ্তারের প্রতিবাদে বরিশাল থেকে ২১ রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা। এদিকে দুই শ্রমিককে গ্রেপ্তার লোক দেখানো উল্লেখ করে ফের বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। আজ শনিবার সকাল সাড়ে ৯টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে রুপাতলী বাস টার্মিনাল থেকে এমকে পরিবহনের সুপারভাইজার আবুল বাশার রনি (২৭) ও সাউথ বেঙ্গল পরিবহনের হেলপার ফিরোজ (২৪)-কে গ্রেপ্তার করে পুলিশ। এই খবর শিক্ষার্থীদের কাছে পৌছানোর পর শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বরিশাল পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। ওই দুইজন হামলার ঘটনার সঙ্গে আদৌ জড়িত কি না এ নিয়ে সন্দেহ প্রকাশ করছেন তারা। একই সঙ্গে বিষয়টিকে লোক দেখানো দাবি করে তাদের দেয়া তালিকা অনুসারে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম নেতা মাহামুদুল হাসান তমাল জানান, প্রশাসন অনেকটাই গাছাড়া ভাব দেখিয়েছে। সেজন্য আমাদের মৌলিক অধিকারের জায়গা থেকে আন্দোলন করতে হচ্ছে। আর সড়ক অবরোধের কারণে জনগণের যে ভোগান্তি হচ্ছে তার জন্য দুঃখ প্রকাশ করছি। তবে এছাড়া আমাদের কিছু করার নেই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
অপর পক্ষে, দুই শ্রমিকদের গ্রেপ্তারের প্রতিবাদে বরিশাল থেকে ২১ রুটে যান চলাচল বন্ধ করে দিয়েছে বাস শ্রমিকরা। এতে চরম বিপাকে পড়েছে কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকসহ, ভোলা, পটুয়াখালী, বরগুনা জেলার মানুষ।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস জানান, শিক্ষার্থীদের যে তিনটি দাবি ছিল সেগুলো মানা হয়েছে। এখন তাদের আর কি দাবি রয়েছে সেটা শুনব। তারপর সেই অনুযায়ী আমরা পদক্ষেপ নেব।
প্রসঙ্গত, গত মঙ্গলবার দুপুরে রুপাতলী বিআরটিসি বাস কাউন্টারে মারধর ও লাঞ্ছিত করা হয় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে। এরপর রাতে রুপাতলী হাউজিং এলাকার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মেসে হামলা চালানোর অভিযোগ ওঠে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে। এতে ১১ শিক্ষার্থী গুরুতর আহত হয়। সে ঘটনার বিচারের দাবিতেই আন্দোলনে নামে শিক্ষর্থীরা।
খুলনা প্রতিনিধি : ঢাকাগামী চিত্রা ট্রেনে কাটা পড়ে খুলনা রেলস্টেশনে এক যাত্রী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে স্টেশনের ১ নম্বর প্লাটফরমের শেষ প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
রেলস্টেশনের মাস্টার মানিক চন্দ্র সরকার জানান, সকালে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ১ নম্বচর প্লাটফরম থেকে ছেড়ে যায়। স্টেশনের প্লাটফরম ছেড়ে কিছুদূর যেতেই আনুমানিক ৪০ বছর বয়সী এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। তার নাম-পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। লাশ উদ্ধারের ব্যবস্থা করছে পুলিশ।
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ডাকে কোম্পানীগঞ্জে আজ বৃহস্পতিবার অর্ধদিবস হরতাল চলছে। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ হরতাল কর্মসূচি চলবে। ফেনী ও নোয়াখালীর দুই সাংসদের অপরাজনীতি বন্ধে ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন দাবিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সকাল ছয়টা থেকে হরতাল চলছে। মির্জা মূলত নোয়াখালীর জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পরিদর্শককে (তদন্ত) প্রত্যাহার এবং চরকাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম সবুজকে গ্রেপ্তারের দাবিতে এ কর্মসূচি দেন।
আজ হরতালে শহরের দোকানপাট বন্ধ রয়েছে। বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস-ট্রাক ছেড়ে যায়নি এবং বাইরে থেকে কোনো বাস-ট্রাক কোম্পানীগঞ্জে আসেনি। বন্ধ রয়েছে আন্তঃজেলা রুটের সকল বাস। তবে সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। হরতালের সমর্থনে মেয়র কাদের মির্জা সমর্থকদের নিয়ে বিভিন্ন জায়গায় মিছিল করছেন। অপরদিকে শহরের গুরুত্বপূর্ণ স্থান ও মোড়সমূহে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কোম্পানিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল রনি জানান, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।
এসব দাবিতে গত মঙ্গলবার রাত সাড়ে আটটায় কোম্পানীগঞ্জ থানার ফটকে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন কাদের মির্জা। রাতভর তিনি দলীয় নেতা-কর্মীদের নিয়ে সেখানে অবস্থান করেন। রাতে একপর্যায়ে তিনি বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কোম্পানীগঞ্জে হরতালের ডাক দেন। পরে গতকাল বুধবার সকাল পৌনে ১০টার দিকে তিনি অবস্থান কর্মসূচি ও লাগাতার হরতাল সাময়িকভাবে প্রত্যাহার করেন।
কাদের মির্জা বলেন, সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে আমি আজকের মতো কর্মসূচি প্রত্যাহার করছি। তবে আমার দাবি যদি মানা না হয়, তাহলে আগামীকাল সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত আবার হরতাল পালন করা হবে। এরপরও যদি দাবি মানা না হয় তাহলে পরদিন সকাল সন্ধ্যা হরতাল পালনসহ আবারও থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে ঘুমন্ত অবস্থায় এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। মৃত পুলিশ সদস্যের নাম আব্দুল মান্নান (৫২)। তিনি ঈশ্বরদী থানায় কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি রাজশাহীর বাঘমারা শহরে। মঙ্গলবার দুপুরে ঈশ্বরদী থানার ব্যারাক থেকে ওই পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।
ঈশ্বরদী থানা সূত্র জানায়, সোমবার দিবাগত রাত দেড়টায় ডিউটি করার সময় কনস্টেবল মান্নান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে তাৎক্ষণিক ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ওই রাতেই থানায় ফিরে তিনি ব্যারাকে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ব্যারাকের অন্য পুলিশ সদস্যরা তাকে ঘুম থেকে উঠাবার জন্য ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়াশব্দ না পাওয়ায় সহকর্মী পুলিশ সদস্যরা তার শরীর স্পর্শ করে বুঝতে পারেন ঘুমন্ত অবস্থায় কনস্টেবল মান্নান মারা গেছেন।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির এবং ওসি মো. আসাদুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। বিষয়টি পাবনা পুলিশ সুপার মহিবুল ইসলাম ও মৃত আব্দুল মান্নানের স্বজনদের অবহিত করা হয়।
ঈশ্বরদী থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, কনস্টেবল মান্নান একজন ভালো পুলিশ সদস্য ছিলেন। তিনি ডায়েবেটিস ও উচ্চ রক্তচাপের জটিলতায় ভুগছিলেন। তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত। থানায় কর্মরত অবস্থায় মারা যাওয়া বাংলাদেশ পুলিশের নিয়মানুযায়ী তার পরিবার সব সুবিধা পাবে।
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। মঙ্গলবার(১৬ ফেব্রুয়ারী) বিকেল ৪টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক সাংবাদিকদের সাথে পরিচিত হন। পরিচয়পর্ব শেষে তিনি দায়িত্বপালনে সাংবাদিকদের সহায়তা চেয়ে বলেন, সাংবাদিকরা হলো তৃতীয় নয়ন। মাটি ও মানুষের কথা তারাই তুলে ধরেন। দেশ ও জাতির প্রতি আমাদের সবার দায়বদ্ধতা আছে। তাই আমি আপনাদের সাথে নিয়ে মানুষের জন্য কিছু করতে চাই।
কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) লুৎফুন নাহার এর সঞ্চালনায় মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি মাহাবুব রহমান, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, বি এস এস ও এস এ টিভির জেলা প্রতিনিধি নুর আলম দুলাল, ডিবিসি ও সমকালের জেলা প্রতিনিধি সাজ্জাদ রানা, প্রথম আলোর জেলা প্রতিনিধি তৌহিদী হাসান শিপলু এবং বাংলা ভিশন ও দেশ রুপান্তরের জেলা প্রতিনিধি হাসান আলী।
বক্তব্যে সাংবাদিকরা জেলা প্রশাসনের উন্নয়নমূলক কাজের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় স্থানীয় সরকার উপপরিচালক মৃণাল কান্তি দে,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) ওবায়দুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেনের স্থলাভিষিক্ত হন মোহাম্মদ সাইদুল ইসলাম।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ৩০২ কেজি ওজন নিয়ে অস্বস্তিকর জীবনযাপন কারী ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের দক্ষিণ মৌড়াইলের মিলন মিয়ার ছেলে মাখন মিয়া অবশেষে মারা গেছেন। মৃত্যুকালে তার ওজন ছিল ৩০২ কেজি। মাত্র ৪০ বছর বয়সে জীবনের ইতি টানেন তিনি।
গত সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ব্রাহ্মনবাড়িয়া সদর জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মাখন মিয়া ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের দক্ষিণ মৌড়াইলের মিলন মিয়ার ছেলে। মাখন মিয়া জীবনের শুরুতে ওজন স্বাভাবিক থাকলেও পরে ধীরে ধীরে তা বাড়তে থাকে। মৃত্যুকালে তার ওজন দাঁড়ায় ৩০২ কেজি।
অস্বাভাবিক এই ওজন নিয়ে দীর্ঘদিন মানবেতর জীবন কাটিয়ে ছিল মাখন মিয়া। অবশেষে ওজনের কারণে জীবন যুদ্ধে হেরে মৃত্যুর কোলে ঢলে পড়েন মাখন মিয়া।
মাখন মিয়ার পরিবার সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে মাখন মিয়া প্রচন্ড শ্বাসকষ্ট ও হৃদরোগে ভুগছিলেন। ২০ বছর বয়স পর্যন্ত স্বাভাবিকই ছিলেন মাখন মিয়া। এরপর থেকে বাড়তে থাকে তার শরীরের ওজন। শেষ পর্যন্ত তার ওজন ৩০২কেজিতে দাঁড়ায়। অস্বাভাবিক ওজনের কারণে ব্যাহত হচ্ছিল তার চিকিৎসা। চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে এখন নি:স্ব মাখন মিয়ার পরিবার। দুই সন্তান ও স্ত্রী নিয়ে খেয়ে পড়ে বেঁচে থাকাই ছিল কষ্টকর।
ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, ‘সোমবার রাতে মাখন গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে আসেন। তার ওজনের কারণে হাসপাতালের ভেতরে জরুরী বিভাগে ঢুকানো সম্ভব হয়নি। হাসপাতালের গেইটেই তাকে চিকিৎসা দিতে হয়েছে। মাখনের শ্বাসকষ্ট ও বুকে ব্যথা ছিল। ইসিজি করার কিছুক্ষণ পরেই তার মৃত্যু নিশ্চিত হয়।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার টেপিরবাড়ী গ্রামের ওই কারখানার হাইড্রোজেন পার অক্সাইড প্ল্যান্টে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করে। রাত আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের গঠিত তদন্ত কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
যশোর প্রতিনিধি : যশোরে দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত হয়েছেন। নিহত বাসচালক সোহাগ গোপালগঞ্জের কোটালিপাড়ার বাবুল মিয়ার ছেলে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আজ শুক্রবার ভোরে যশোর-মাগুরা সড়কের গাইদঘাটে এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন– খুলনার দিঘলিয়া উপজেলার লাখফোটিয়া গ্রামের আলম শেখের স্ত্রী জাহানারা বেগম, চন্দ্রনিমোহর গ্রামের আলতাফ হোসেনের ছেলে রিপন, তেরখাদা উপজেলার মণ্ডলগাতি গ্রামের শামীম আহমেদের ছেলে মীর মোহাম্মাদ, যশোর সদর উপজেলার জোদরহিমপুর গ্রামের রুহুল কুদ্দুসের ছেলে ফরহাদ হোসেন কাজল ও চৌগাছা উপজেলার রায়নগর গ্রামের মন্টু মিয়ার স্ত্রী নূরজাহান বেগম।
আহত রিপন জানান, চালক ঘুম ঘুম চোখে গাড়ি চালাচ্ছিলেন। যে কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
খাজুরা পুলিশ ফাঁড়ি ইনচার্জ জুম্মান খান জানান, ঢাকার গাবতলী থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের একটি বাসে তারা গন্তব্যে যাচ্ছিলেন। যশোর-মাগুরা সড়কের গাইদঘাট এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে গাছের সঙ্গে ধাক্কা লাগে বাসটির। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
সার্জারি ওয়ার্ডের চিকিৎসক আশরাফুল আলম জানান, ভোরে ৭ জনকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়। তাদের মধ্যে বাসচালক সোহাগ চিকিৎসাধীন অবস্থায় ৭টা ৪০ মিনিটে মারা যান। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় স্কুলের ছাদে নির্বাচনী ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবক আহত হয়েছেন। আহত রাকিব (১৯) কলমাকান্দা সদর ইউনিয়নের মন্তলা গ্রামের ফজল হকের ছেলে। বুধবার রাতে কলমাকান্দা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাদে বাজার ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচনের ব্যানার টাঙাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আগামী ১৯ ফেব্রুয়ারি কলমাকান্দা বাজার ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচনে ছাতা প্রতীক নিয়ে সভাপতি পদে প্রার্থী হয়েছেন মো. জহিরুল ইসলাম মোস্তফা। বুধবার রাতে তার ছাতা প্রতীকের ব্যানার টাঙাতে রাকিব কলমাকান্দা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাদে ওঠেন। ব্যানার টাঙানোর একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে ঝটকা লেগে ছাদ থেকে রাস্তায় পড়ে যান।
স্থানীয়রা তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাকিবের শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
স্বাধীন বাংলা ডেস্ক : পেশাদার ডাকাত দলের পাঁচজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ বিশেষ অভিযান চালিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত দুইটি পিকআপ, নগদ তিন হাজার টাকা এবং ১১টি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- শাওন আহম্মেদ জয়, জাহিদুল ইসলাম, ইয়ামিন, হৃদয় ও বাবুল।
বুধবার ডিএমপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার হাফিজ আক্তার জানান, কয়েকজন ডাকাত একটি পিকআপ নিয়ে গত ২৮ জানুয়ারি ভোর সাড়ে চারটায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এলাকায় দুইজন ব্যক্তিকে আটকে মোবাইল ফোনসহ নগদ অর্থ ও মালামাল লুট করে নিয়ে যায়।
ওই ঘটনায় চকবাজার মডেল থানায় একটি মামলা করা হয়েছে। চকবাজার থানায় করা মামলায় বলা হয়েছে ডাকাতির ঘটনায় সাতজন অংশ নেয়। যাদের মধ্যে এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
হাফিজ আক্তার বলেন, গ্রেপ্তাররা রাজধানী এবং আশপাশের এলাকা থেকে পিকআপ বা ছোট ট্রাক ছিনতাই করে। সেসব যানবাহন নিয়ে মহাখালী, এমইএস, শাহআলী, মিরপুরের গুদারা ঘাট, শেরে বাংলা নগরসহ সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জ এবং ভুলতা এলাকায় ঘুরে ঘুরে ডাকাতি করে।
গ্রেপ্তার প্রত্যেকের বিরুদ্ধে ডাকাতি, দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
বরিশাল প্রতিনিধি : বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পরিচালকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালতে পাবনা জেলার জাবরকোলের দুই পরীক্ষার্থী সিরাজুল ইসলাম ও জুয়েনা নীতি যৌথভাবে মামলাটি করেন। আদালতের বিচারক রুবাইয়া আমেনা মামলাটির আদেশ অপেক্ষমাণ করেছেন।
মামলায় অপর বিবাদীরা হলেন– বরিশাল শেবাচিম হাসপাতালের উপপরিচালক ও কর্মচারী নিয়োগ কমিটির সদস্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, বরিশাল জেলা প্রশাসক, বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক ও মেহেন্দিগঞ্জ উলানিয়ার আশা এলাকার আবুল কালাম, পটুয়াখালী বাউফল বিলবিলাস এলাকার আশ্রাফুজ্জামান ও ঝালকাঠী কাঁঠালিয়ার জোরখালী এলাকার মিজানুর রহমান।
মামলা পরিচালনাকারী আইনজীবী আজাদ রহমান জানান, ২০২০ সালের ২৩ ডিসেম্বর বরিশাল শেবাচিম হাসপাতালে ১২টি ক্যাটাগরিতে ৩২ জন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রচার করা হয়। নিয়োগ বিজ্ঞপ্তিতে বরিশাল, ঝালকাঠী, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, মাদারীপুর ও বাগেরহাট জেলার প্রার্থীদের আবেদন না করার জন্য বলা হয়। এর পরিপ্রেক্ষিতে সিরাজুল ইসলাম ও জুয়েনা নীতি সব কাগজপত্র সংযুক্ত করে ফার্মাসিস্ট পদে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে নিয়োগ কমিটির সদস্য সচিব হাসপাতালের উপপরিচালক তাদের প্রবেশপত্র ইস্যু করেন। কিন্তু ৫ ফেব্রুয়ারি নিয়োগ পরীক্ষার দিন কমিটির সদস্যরা তাদের পছন্দের প্রার্থীদের নিয়োগ পাইয়ে দিতে বাইরে থেকে নকল সরবরাহ করে।
বরিশাল বিভাগের ভোলা জেলা বাদে বাকি পাঁচ জেলার কোটা বাদ দিয়ে হাসপাতালে ১২টি ক্যাটাগরিতে ৩২ জন নিয়োগের কথা থাকলেও বরিশালের বাসিন্দা ও হাসপাতালে কর্মরত কর্মচারীরা জালিয়াতির আশ্রয় নিয়ে তাদের স্বজনদের জন্য আবেদন করেন। এদের মধ্যে মেহেন্দিগঞ্জ উলানিয়ার আশা এলাকার আবুল কালাম। তিনি বর্তমানে নগরীর রুপাতলী এলাকায় বসবাস করেন। আবুল কালাম সাবেক ও বর্তমান পরিচালকের ঘনিষ্ঠজন হওয়ায় দুই বছর আগে তার চাকরির বয়সসীমা পেরিয়ে গেলেও তিনি গাজীপুর জেলার ঠিকানা ব্যবহার করে চালক পদে আবেদন করেন।
হাসপাতালের অফিস সহকারী সৈয়দ নান্নার মেয়ে এবং চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি মোদাচ্ছের কবিরের মেয়েকে চাকরি পাইয়ে দিতে একই জালজালিয়াতির মাধ্যমে আবেদন করেন। ওই তালিকায় প্রশাসনিক কর্মকর্তা ও প্রধান সহকারীর নাম রয়েছে। কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করতে প্রবেশপত্র দেওয়া ও পরীক্ষার সময় বাইরে থেকে উত্তর সরবরাহ করেন। আবুল কালাম শর্তানুসারে নিয়োগ পেতে অযোগ্য হলেও পরিচালকসহ অন্যদের সহায়তায় তিনি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এ ছাড়া পটুয়াখালীর আশ্রাফুজ্জামান ও ঝালকাঠীর মিজানুর রহমান শর্তানুসারে অযোগ্য হলেও তারা ফার্মাসিস্ট পদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। একই সঙ্গে ৬ ফেব্রুয়ারি পরিচালক ২৪ ঘণ্টায় ৪৪৪ প্রার্থীর পরীক্ষার ফল বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেন।
পরিচালকের চাকরি মেয়াদ আগামী মার্চ মাসে শেষ হবে। এতে তিনি তড়িঘড়ি করে বেআইনিভাবে পছন্দের ব্যক্তিদের নিয়োগ দেয়ার পাঁয়তারায় লিপ্ত হন। এ ঘটনায় নিয়োগের সব কার্যক্রম বাতিল চেয়ে পুনরায় সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করার জন্য মামলাটি করলে বিচারক আদেশের জন্য রেখে দেন। এ অভিযোগ সম্পর্কে জানতে হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেনের মোবাইলে কল করা হলে তিনি নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠুভাবে হওয়ার কথা জানিয়েছেন।
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় তেলবাহী ট্রাকের চাপায় ২ মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন– চকরিয়ার হারবাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নাথপাড়ার রায়মোহন নাথের ছেলে শয়ন নাথ (২৫) ও ক্ষীরমোহন নাথের ছেলে শিপন নাথ (৩২)। সোমবার রাত ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আজিজনগর নূর আয়েশারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বানিয়ারছড়ার চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ওসি (তদন্ত) মো. আনিসুর রহমান জানান, দুই যুবক রাত ১২টা নাগাদ নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। ওই এলাকায় চট্টগ্রামমুখী একটি তেলবাহী ট্রাক (চট্ট-মেট্রো-চ-৪১-০০৫৭) চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহতদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়।
স্বাধীন বাংলা ডেস্ক : রাজধানীর ডেমরায় নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে রুনা আক্তার (২২) নামের এক নারী পোশাককর্মী নিহত হয়েছেন। কোনাপাড়া পশ্চিম মোমিনবাগে সোমবার সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বামী শাহীন জানান, তার স্ত্রী রুনা ডেমরায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। সকালে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার জন্য বের হন। পশ্চিম মোমিনবাগে একটি নির্মাণাধীন ভবনের সামনে দিয়ে হেটে যাওয়ার সময় ওই ভবনের চার তলা থেকে একটি ইট রুনার মাথায় পড়ে।
মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সকাল পৌনে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, নিহত নারী পোশাককর্মীর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
রুনার গ্রামের বাড়ি পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায়। তার বাবার নাম আলতাফ হোসেন। বর্তমানে কোনাপাড়া পশ্চিমবাগে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। রিয়াদ নামে সাত বছরের একটি সন্তান রয়েছে তার।
গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী ও কাশিমপুর এলাকার বিভিন্ন ওয়ার্ডে চলমান সড়ক ও ড্রেন নির্মাণ উন্নয়ন কাজ একই মোটরসাইকেলে করে সরেজমিনে পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলম। যেখানে আরোহী স্বয়ং মন্ত্রী আর চালক মেয়র।
পরিদর্শনকালীন তাদের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এটি নিয়ে দলীয় নেতাকর্মীসহ সবার মধ্যে দারুণ উৎসুকের সৃষ্টি হয়।
৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. কাউসার আহমেদ জানান, আমাদের রাস্তা ও ড্রেনের সমস্যা প্রকট। খেলার মাঠ ও গণকবরস্থান নেই। মেয়রের উদ্যোগে ২১ কোটি টাকা ব্যয়ে জরুন পল্লী বিদ্যুৎ থেকে নদীরপাড় (নামাপাড়া) পর্যন্ত সড়ক ও ড্রেনের কাজ চলমান রয়েছে। তাছাড়া নদীর পাড়ে ১.১৮ একর খাস জমিতে কবরস্থান এবং সম্প্রতি উদ্ধার হওয়া ৪.৮১ একর জমিতে খেলার মাঠ, কমিউনিটি সেন্টার, কাউন্সিলর কার্যালয় ও স্কুল নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন মেয়র। এই কারণে তিনি মন্ত্রীকে নিয়ে আসেন।