|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
রংপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ
ইমরোজ ইমু, রংপর: গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ও মূল্য হ্রাসের দাবিতে রংপুর মহানগরীতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে মহানগর ও জেলা বিএনপি। শনিবার দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয় থেকে রংপুর মহানগর বিএনপি’র আহবায়ক সামসুজ্জামান সামু ও সদস্য সচিব এ্যাড. মাহফুজ উন নবী ডনের নেতৃত্বে মহানগর বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর শ্যালো মার্কেট, শাপলা চত্বর ঘুরে দলীয় কার্যালয়ে সমাবেশে মিলিত হয়।
মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব এ্যাড. মাহফুজ উন নবী ডন। এসময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপি’র সদস্য রেজাউল ইসলাম লাভলু, ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন, রফিকুল ইসলাম, মহানগর যুবদলের সহ-সভাপতি ফরহাদ হোসেন পিন্টু, রাজিব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন, মহানগর ছাত্রদল সভাপতি নুর হাসান সুমনসহ মহানগর বিএনপির সদস্যবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
একই দাবিতে এর আগে জেলা বিএনপি’র আহাবায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব আনিছুর রহমান লাকু’র নেতৃত্বে জেলা বিএনপি বিক্ষোভ মিছিল বের করে। পরে তারাও শাপলা চত্বর ঘুরে গ্র্যান্ড হোটেল মোড়ে সমাবেশে মিলিত হয়। এসময় জেলা বিএনপির আহাবায়ক সাইফুল ইসলারে সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব আনিছুর রহমান লাকু, এসময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক আফসার আলী, জেলা বিএনপির সদস্য আমিনুল ইসলাম রাঙ্গা, ওয়াহেদুজ্জামান মাবু, সাখাওয়াত হোসেন শাহান, হারুন অর রশিদ, সাজেদুর রহমান রানা, জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক লিটন পারভেজ, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রাকিব হাসান, সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সামসুল হক ঝন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব, সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল হক রানা, মনিরুজ্জামান সুইডেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরীফ নেওয়াজ জোহা, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক ময়েন উদ্দিন, জেলা ওলামা দলের আহবায়ক মাও: ইনামুল হক মাজেদী, সদস্য সচিব মাও: আব্দুল মমিন জিহাদী, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপ্টনসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতনের দিন শেষ হয়ে আসছে। আগামী নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত করার বিকল্প নাই। দেশের মানুষের অধীকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। এই আন্দোলনে জনগনের বিজয় হবে। অতীতে যেভাবে স্বৈরাচার বিরোধী আন্দোলনে জনতার বিজয় অর্জন করেছে। দেশের মানুষ এই স্বৈরাচার সরকারের অপশাসন লুটপাটে অতিষ্ট হয়ে উঠেছে। তাদের লুট তারাজের কারনে চাল, ডাল, তেল, চিনি, কৃষি পণ্যসহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের এই লাগামহীন উর্দ্ধগতিতে মানুষ এখন দুঃখ কষ্টে আছে। এদের হাত থেকে দেশ ও মানুষ বাচাঁতে জনগনকে সাথে নিয়ে বিএনপি‘র প্রতিটি নেতাকর্মীকে আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে। এলক্ষ্যে সংগঠনের বিকল্প নাই।
|
ইমরোজ ইমু, রংপর: গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ও মূল্য হ্রাসের দাবিতে রংপুর মহানগরীতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে মহানগর ও জেলা বিএনপি। শনিবার দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয় থেকে রংপুর মহানগর বিএনপি’র আহবায়ক সামসুজ্জামান সামু ও সদস্য সচিব এ্যাড. মাহফুজ উন নবী ডনের নেতৃত্বে মহানগর বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর শ্যালো মার্কেট, শাপলা চত্বর ঘুরে দলীয় কার্যালয়ে সমাবেশে মিলিত হয়।
মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব এ্যাড. মাহফুজ উন নবী ডন। এসময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপি’র সদস্য রেজাউল ইসলাম লাভলু, ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন, রফিকুল ইসলাম, মহানগর যুবদলের সহ-সভাপতি ফরহাদ হোসেন পিন্টু, রাজিব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন, মহানগর ছাত্রদল সভাপতি নুর হাসান সুমনসহ মহানগর বিএনপির সদস্যবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
একই দাবিতে এর আগে জেলা বিএনপি’র আহাবায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব আনিছুর রহমান লাকু’র নেতৃত্বে জেলা বিএনপি বিক্ষোভ মিছিল বের করে। পরে তারাও শাপলা চত্বর ঘুরে গ্র্যান্ড হোটেল মোড়ে সমাবেশে মিলিত হয়। এসময় জেলা বিএনপির আহাবায়ক সাইফুল ইসলারে সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব আনিছুর রহমান লাকু, এসময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক আফসার আলী, জেলা বিএনপির সদস্য আমিনুল ইসলাম রাঙ্গা, ওয়াহেদুজ্জামান মাবু, সাখাওয়াত হোসেন শাহান, হারুন অর রশিদ, সাজেদুর রহমান রানা, জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক লিটন পারভেজ, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রাকিব হাসান, সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সামসুল হক ঝন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব, সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল হক রানা, মনিরুজ্জামান সুইডেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরীফ নেওয়াজ জোহা, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক ময়েন উদ্দিন, জেলা ওলামা দলের আহবায়ক মাও: ইনামুল হক মাজেদী, সদস্য সচিব মাও: আব্দুল মমিন জিহাদী, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপ্টনসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতনের দিন শেষ হয়ে আসছে। আগামী নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত করার বিকল্প নাই। দেশের মানুষের অধীকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। এই আন্দোলনে জনগনের বিজয় হবে। অতীতে যেভাবে স্বৈরাচার বিরোধী আন্দোলনে জনতার বিজয় অর্জন করেছে। দেশের মানুষ এই স্বৈরাচার সরকারের অপশাসন লুটপাটে অতিষ্ট হয়ে উঠেছে। তাদের লুট তারাজের কারনে চাল, ডাল, তেল, চিনি, কৃষি পণ্যসহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের এই লাগামহীন উর্দ্ধগতিতে মানুষ এখন দুঃখ কষ্টে আছে। এদের হাত থেকে দেশ ও মানুষ বাচাঁতে জনগনকে সাথে নিয়ে বিএনপি‘র প্রতিটি নেতাকর্মীকে আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে। এলক্ষ্যে সংগঠনের বিকল্প নাই।
|
|
|
|
খুলনা প্রতিনিধি: খুলনা বিভাগীয় চিকিৎসক সমাবেশে আমন্ত্রিত অতিথিদের মেয়াদোত্তীর্ণ চিপস বিতরণ করা হয়েছে। এ নিয়ে সমাবেশস্থলের বাইরে সরগোল শুরু হয়। পরবর্তীতে এসকেএফ কোম্পনীর প্রতিনিধিদের হস্তক্ষেপে মেয়াদোর্ত্তীন চিপস ফিরিয়ে নিয়ে পুনরায় আবার নতুন করে বিতরণ করা হয়।
শুক্রবার সকালে হোটেল টাইগার গার্ডেন হলরুমে খুলনা বিভাগীয় চিকিৎসক সমাবেশ শুরু হয়। সকাল থেকে আগত অতিথিদের ঔষধ কোম্পানী এসকেএফ সৌজন্য গিফট হিসেবে ১ টি কলম, ১ টি লেখার প্যাড ও ১টি চিপস প্রদান করে। কুরকুরে কোম্পানীর ওই চিপসের মেয়াদ ছিল না। যার মেয়াদোর্ত্তীনের তারিখ ছিল ৩১/৩/ ২০২২ এবং উৎপাদনের তারিখ ছিল ১/১২/২০২১। এসকেএফ কোম্পানী খুলনার এএসএম আঃ সালাম বলেন, খুলনা বিভাগীয় সমাবেশ উপলক্ষে আগতদের গিফট দেওয়ার জন্য এমএস দেলওয়ার স্টোর নামে একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৫০০ চিপস ক্রয় করেন। মালটি যখন তিনি বুঝে নিয়েছেন তখন মেয়াদের তারিখটি তিনি দেখেননি। এ নিয়ে শোরগোল শুরু হলে তিনি ওই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেন। পরে তারা চিপসটি পরিবর্তন করে দেয়।
|
|
|
|
মুহাম্মদ মোশাররফ হোছাইন, ফেনী:
ভারতের বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশা(রা.) এর শানে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
লক্ষাধিক জনতার বিক্ষোভ-প্রতিবাদে ফেনী উত্তাল হয়ে উঠে। ফেনী জেলার ওলামা মশায়েখের উদ্যোগে বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে ঐতিহাসিক মিযান ময়দানে এসে সমাবেশে মিলিত হয়।
বৃহস্পতিবার হযরত মাওলানা নুরুল ইসলাম আদিবের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, মাওলানা আফজালুর রহমান, মুফতি সাইফ উদ্দিন কাসেমী, মুহাদ্দেস ফখরুল ইসলাম , মাওলানা আবদুল হান্নান প্রমুখ।
বক্তারা নবীর শানে বেয়াদবীকারী নূপুর শর্মা ও নবীন কুমারের ফাঁসী দাবী করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা ওমর ফারুক।
|
|
|
|
ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহ মহানগর যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি-জামাত কতৃক হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিক্ষোভ সমাবেশে মহানগর যুবলীগের আহ্বায়ক বলেন বিএনপি জামাত শিবির কখনো ক্ষমতায় আসতে পারবে না শেষ পর্যন্ত হয়ে যাব।
মহানগর যুবলীগের সিনিয়র আহ্বায়ক রাসেল পাঠান তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে বিএনপি জামাত কতৃক হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশে আমরা প্রতিজ্ঞা করছি, শেষ রক্তবিন্দু দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা রক্ষা করব।
এ সময় মহানগর যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন।
|
|
|
|
শেখ আজাদ: আসন্ন ১৫ জুন গোপালগঞ্জ পৌরসভার নির্বাচন । নির্বাচন উপলক্ষে বুধবার বিকেল ৫টায় ৩নং ওয়ার্ডে পৌর মেয়র প্রার্থী শেখ রকিব হোসেন এর নারিকেল গাছ প্রতীকের পথসভা অনুষ্ঠিত হয়েছে । পথসভার সভাপত্বিত করেন মোল্লা জালাল উদ্দীন আহম্মেদ ।
পথসভায় প্রধান অতিথি ছিলেন শেখ কবির হোসেন এবং বিশেষ অতিধি ছিলেন গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক চৌধুরী এবং গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান।
এছাড়া উপস্থিত ছিলেন মিল্কভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু , গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ কামরুল ইসলাম বিটু , শেখ মুসফেক কবির অভি , শেখ মোসাদ্দেক কবির অনি , প্রধানমন্ত্রীর এপিএস -২ গাজী হাফিজুর রহমান লিকু , গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রুহল আমিন , গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল , টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ -সভাপতি মোঃ ইলিয়াস হোসেন , টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম , গোপালগঞ্জ জেলা পরিষদের সদস্য এমদাদুল হক বিশ্বাস এবং গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ , যুবলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতা কর্মীরা ।
সভায় সকলে শেখ রকিব হোসেন এর নারিকেল গাছ প্রতীককে বিপুল ভোটে জয়লাভ করার প্রত্যায় ব্যক্ত করেন ।
|
|
|
|
মো. রুবেল হোসেন, নওগাঁ :
নওগাঁয় শিশু ও জনসাধারণের জন্য অবহেলিত এলাকার পরিবেশ সৃষ্টির লক্ষে পরিবেশ বান্ধব ‘প্রশান্তির প্রহর’ নামে পার্কের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় শহরের পার-নওগাঁ তাজের মোড়ের পাশে প্রশান্তির প্রহর’র ফলক উন্মোচন করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট একেএম ফজলে রাব্বি বকু। পরে জেলা পরিষদের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য দেন-বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
এসময় উপস্থিত ছিলেন- জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম, নওগাঁ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহনেওয়াজ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তোতা, পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষাণ, আ.লীগ নেতা মোহাম্মদ আলী, অ্যাডভোকেট সালাহউদ্দিন খান মিন্টু, ৭নম্বর ওয়ার্ড কাউন্সিলর সারওয়ার তানজিম সম্রাট, রেডক্রিসেন্ট সদস্য জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামী লীগের সদস্য মৌলবী বাবু সহ অন্যরা।
উল্লেখ্য, নওগাঁ শহরের পার-নওগাঁ বায়তুল মামুর জামে মসজিদের পাশে দীর্ঘদিন থেকে একটি মৌজা পুকুর পড়ে ছিল। পরে পুকুরটি পরিস্কার করা হয়। সেই সাথে পুকুরের মাঝখানে সামান্য কিছু জায়গা রেখে বাঁকীটা ভরাট করা হয়। যা শিশু ও জনসাধারণের জন্য অবহেলিত এলাকার পরিবেশ সৃষ্টির লক্ষে পরিবেশ বান্ধব প্রশান্তির প্রহর নামে পার্ক তৈরী করা হবে। যেখানে অত্র এলাকা জনসাধারণ বিনোদনের জন্য একটি পরিবেশ পাবে। প্রাথমিক অবস্থায় ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পরবর্তিতে পর্যায়ক্রমে আরো বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়ে কর্তৃপক্ষ।
নওগাঁয় ‘প্রশান্তির প্রহর’ পার্কের ভিত্তিপ্রস্থর স্থাপন
|
|
|
|
মোঃ রেজাউল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ভারত থেকে বাংলাদেশে মায়ানমার নাগরিকের অবৈধ অনুপ্রবেশ রোধে ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বিশেষ এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম।
এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা, ৬০ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশিক হাসান মোল্লা, ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা, বিভিন্ন সময় ভারত সীমান্ত দিয়ে বাংলাদেশে রোহিঙ্গাদের অবৈধ অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি বিজিবি, গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সকলকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান। সে সাথে বিভিন্ন পরিবহন সেক্টরে সচেতনতা অবলম্বনের পাশাপাশি বর্ডার এলাকাগুলোর জনসাধারণকে রোহিঙ্গাদের অবৈধ অনুপ্রবেশ বিষয়ে সচেতন করার জন্য মাইকিংসহ বিভিন্ন প্রচার-প্রাচরণার সিদ্ধান্ত গৃহিত হয়।
|
|
|
|
রাজশাহী ব্যুরো :
রাজশাহীতে নিহত ডা. শহিদ জামিল আকতার রতনের ৩৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ প্রাঙ্গনে মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠনকে সাথে নিয়ে শহিদ জামিল ব্রিগেড এই সমাবেশের আয়োজন করে।
এ সময় প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের এমপি ফজলে হোসেন বাদশা বলেন, ঘাতক ক্যাডার কেরামত আলীকে গ্রেফতার করতে না পারলে রাজশাহীতে পুলিশের আর কোন প্রয়োজন নেই। জামিলের হত্যাকারী কেরামত আলী রাজশাহী জামায়াতের আমির হয়ে থাকবে আর পুলিশও থাকবে এটি হতে পারে না। আপনারা বলেন, আমরা ব্যর্থ হলাম, আমরা পারলাম না। আমরা ২৪ ঘন্টার মধ্যে কেরামত আলীকে ধরে দড়ি দিয়ে বেঁধে আপনাদের সামনে হাজির করে দিবো। তারা রাতে কোথায় ঘুমায়, কার সাথে আড্ডা দেয়া, কার সাথে বসে ষড়যন্ত্র করে আমরা সবই জানি। আমি যে তথ্য দিলাম, সেটি তদন্ত করে দেখতে পারেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না। তবে বাংলাদেশকে আফগানিস্তান বানানোর চক্রান্ত চলছে। আমরা যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করি তাদেরকেই সেই চক্রান্ত রুখে দিতে হবে। কিন্তু আমরা কী তা নিয়ে ভাবি? ভাবি না। রাজশাহীতে এখন মূল ব্যবসায়ীরা জামায়াত ইসলামের লোক। আমি তাদের নাম বলতে পারবো, কিন্তু বলতে চাই না। পুলিশ সেটি জানে, গোয়েন্দা বিভাগও জানে। কিন্তু সবাই নিরব! আমাদের অনেক নেতার সাথে জামায়াতের সেই ব্যবসায়ীরা ডাইনিং টেবিলে বসে পোলাও ভাত খায়। তাদের নিয়ে বড় বড় প্রোজেক্ট হচ্ছে। আমি বলতে চাই, সেই বড় বড় প্রকল্প তৈরী হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাকে কবর দেওয়ার জন্য। আমরা এই রাজনীতি মানতে পারি না, মানবো না। এই রাজনীতি রুখে দিতে হবে।
শহিদ জামিল ব্রিগেডের উপদেষ্টা ও জামিল ফাউন্ডেশনের সভাপতি কবি আরিফুল হক কুমারের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন, রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, মুক্তিযুদ্ধ পাঠাগার রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক কামারুল্লাহ কামা, শহিদ জামিল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আব্দুল মতিন প্রমুখ। সমাবেশে সঞ্চালনা করেন মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও শহিদ জামিল ব্রিগেডের প্রধান সমন্বয়ক দেবাশিষ প্রামানিক দেবু।
এর আগে শহিদ জামিলের সমাধিতে রাজশাহী জেলা ও মহানগর ওয়ার্কার্স পার্টি, যুবমৈত্রী, ছাত্রমৈত্রী, নারী মুক্তি সংসদ, জামিল ফাউন্ডেশন, জামিল স্মৃতি সংসদ, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ, মুক্তিযুদ্ধ পাঠাগারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
|
|
|
|
মাহমুদ হাসান, সাতক্ষীরাঃ অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে সাতক্ষীরায়। রোববার দুপুর সাড়ে ১২টা থেকে এ অভিযান শুরু হয়। অভিযানের প্রথম দিনেই দশটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে।
শুরুতেই সাতক্ষীরা শহরের আল আকসা হাসপাতালে অভিযান করে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের দলটি। হাসপাতালটির নিবন্ধন না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা ও কার্যক্রম বন্ধ ঘোষণা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্র্রেট সজীব তালুকদার।
এরপর বিসমিল্লাহ্ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান করে নিবন্ধনের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় দুই হাজার টাকা জরিমানাসহ সেটির কার্যক্রমও বন্ধ ঘোষণা করা হয়। খুলনা রোড মোড় এলাকার কৃষ্টাল ডায়াগনস্টিক এন্ড হাসপাতালকে নিবন্ধন না থাকায় ৫ হাজার টাকা জরিমানা ও কার্যক্রম বন্ধ ঘোষণা করেন নির্বাহী ম্যাজিষ্ট্র্রেট। পরে সোনালী ডায়াগনস্টিক সেন্টারও বন্ধ করে দেওয়া হয়। এরপর একে একে মোট ১০টি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজীব তালুকদার, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার জানান, অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। রোববার অভিযানের প্রথম দিনে ১০টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষনা করা হয়েছে। এ সময় কয়েকটিকে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের জরিমানাও করা হয়েছে। তিনি আরো জানান, আজকের মত অভিযান বন্ধ ঘোষণা করা হয়েছে।
|
|
|
|
রাজশাহী ব্যুরো : ‘রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড’ আভ্যন্তরীণ কোন্দল ও হিংসাত্মক মনোভাবে থমকে আছে উন্নয়ন কাজ। কাজের কাজ না হলেও শুধুমাত্র হিংসা ও সুবিধাভোগের লোভে একে অপরকে তুচ্ছতাচ্ছিল্য ও কাদাছোড়ায় ব্যস্ত থাকছেন বোর্ড চেয়ারম্যান ও তার দোষররা। সম্প্রতি বোর্ড চেয়ারম্যান প্রফেসর হাবিবুর রহমানের বিরুদ্ধে নানা অনিয়ম ও সেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীদের অভিযোগে জানা যায়, বোর্ড চেয়ারম্যান গত ঈদ-উল-ফিতরে অপরাধ চিহ্নিত বা প্রমাণ না করে বরখাস্ত কিংবা সাময়িক বরখাস্ত না করে প্রশাসনিক কর্মকর্তা জাফর ইকবালের বেতন ভাতা অনিয়মতান্ত্রিকভাবে বন্ধ রেখেছেন। চেয়ারম্যানের নামে একটি গাড়ি বরাদ্দ থাকলেও তিনি দুটি গাড়ি ব্যবহার করছেন। একটিতে তিনি নিজে ও অন্যটি তার পরিবার পরিজন ব্যবহার করছেন। চেয়ারম্যানের অসহযোগিতা ও অদক্ষতার কারণে উন্নয়নমূলক কাজ মসজিদ সংষ্কার ও লিফট, জেনারেটর স্থাপন করা সম্ভব হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে।
অভিযোগ আছে, বোর্ডের কর্মকর্তাদের চাহিদা সংক্রান্ত নথিপত্র আটকে রেখে চাহিদা পুরণ না করে কর্মচারীদের মাঝে অসন্তোষ তৈরি করেন তিনি। প্রেষণ ও বোর্ডের নিজস্ব কর্মকর্তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা চেয়ারম্যানের নিত্য নৈমিত্তিক ব্যাপার। যা বোর্ড কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে প্রমাণিত। উল্লেখযোগ্য অভিযোগগুলোর মধ্যে বিদ্যালয় ও কলেজ শাখাসহ গুরুত্বপূর্ণ শাখা সমূহের নথি স্বাক্ষর না করে দীর্ঘ দিন ফেলে রাখা। তার কক্ষে কর্মকর্তা ও কর্মচারীরা গেলে রাজা বাদশার ন্যায় আচরণ করে বসতে না বলে দাঁড় করিয়ে রাখা। ইতোমধ্যে বোর্ডের সচিব, পরীক্ষা নিয়ন্ত্রক তাঁর দুর্ব্যবহারের শিকার হয়েছেন। বোর্ডে আগত সেবাগ্রহিতাবৃন্দকেও ছাড় দেন না তিনি। মূলত তিনি সিদ্ধান্তহীনতায় ভোগার কারণে কখন কি করবেন তা বুঝে উঠতে না পেরে মূলত উদ্ভট কাজ কর্ম করেন। গত শীতে অকারণে কর্মকর্তাদের কক্ষে আটকিয়ে রেখে তিনি নিজ কক্ষে মোবাইলে ইউটিউবে ভিডিও দেখেন। গত রমজান মাসে ইফতার পার্টির কমিটি গঠন ও দিনক্ষণ ঠিক করে পরে একক সিদ্ধান্তে তা বাতিল করেন। সেই ইফতার আয়োজনে আর্থিকভাবে ক্ষতি হয় বোর্ডের। এদিকে অভিযোগ উঠেছে, সিলেকশন-১ কমিটির ফাইল তিনি নিজে তার আলমারি রেখে খোঁজাখুঁজি নামে হয়রানি হুমকি ধামকি সহ দেখে নেওয়া কথা বলেছেন। এ বিষয়ে বর্তমানে নিরাপত্তার দ্বায়িত্বে থাকা কর্মকর্তা খোরশেদ আলমকে হুমকি ধামকিসহ চাকুরী খেয়ে ফেলার হুমকি দেন তিনি। পরে অবশ্য সেই ফাইল সচিবের উপস্থিতিতে চেয়ারম্যানের কক্ষের আলমারি থেকে গত ২২ মে উদ্ধার হয়। প্রসঙ্গত, বোর্ড চেয়ারম্যান কোন গণমাধ্যমকর্মী সঙ্গে সাক্ষাৎ করেন না। তথ্য চাইলে তথ্য দেন না। তাদের সঙ্গেও দুর্ব্যবহার করেন।
উল্লেখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বোর্ডে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা ও কর্মচারীরা জানান, তিনি (বোর্ড চেয়ারম্যান) নিজে বেলা ১২টায় অফিসে আসেন, অথচ কারণে অকারণে যাচাই বাছাই ছাড়াই কর্মকর্তা ও কর্মচারীদের অফিস টাইম নিয়ে ব্যবস্থা গ্রহন করছেন। এ বিষয়ে জানতে শিক্ষা বোর্ড চেয়ারম্যানেকে মুঠোফোনে ফোন দিলে তিনি বলেন, কোন প্রকার উন্নয়ন কাজ থেমে নেই। মসজিদে এসি লাগানো হয়েছে। অফিসে যারা যথা সময়ে আসে না তাদেরকে পরিদর্শনের সময় না পেয়ে সর্তক করেছি। আমি কারো সাথে খারাপ ব্যবহার করি না। যারা অভিযোগ দিয়েছে তারা মিথ্যা কথা বলেছে। কারো নথিতে ভুল থাকলে তা আমি ছেড়ে দিতে পারি না। জাফর ইকবালের বেতন ভাতার বিষয়ে সচিবের সঙ্গে কথা বলতে বলেন তিনি।
|
|
|
|
খুলনা প্রতিনিধি
খুলনা রেল স্টেশনে টিকিট কালোবাজারির বিষয়ে ৫ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মাস্টারের সাধারণ ডায়েরী (জিডি) করাকে কেন্দ্র করে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্টেশন মাস্টারকে শোকজ করা হয়েছে। একইসঙ্গে খুলনা রেলের ৫ কর্মকর্তা-কর্মচারীকে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে।
অভিযুক্ত চারজনসহ মোট ৫ জনকে বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে। এর মধ্যে খুলনা রেলওয়ে স্টেশনের ট্রেন এক্সামিনার (টিএক্সআর) বায়তুল ইসলামকে চিলাহাটি, সহকারী স্টেশন মাস্টার মো. আশিক আহম্মেদকে রোহানপুর স্টেশন, সহকারী স্টেশন মাস্টার মো. জাকির হোসেনকে মহেড়া স্টেশন, খালাসি মোল্লা পপিদুর রহমানকে পাবর্তীপুর ও খালাসি জাফর ইকবালকে যশোরে বদলি করা হয়েছে।
এদিকে রোববার রাতে মতবিনিময়কালে খুলনা রেল স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার সাংবাদিকদের বলেন, আমাদের স্টেশনে স¤প্রতি একটি কালোবাজারি চক্র ধরা পড়েছে। আপনারা অবগত আছেন। বিষয়টা রেল ও সরকারের জন্য দুঃখজনক ব্যাপার। অনেকদিন থেকে কিছুটা নলেজে আসছিল। কিন্তু ঈদের আগে থেকে ওরা বেপরোয়া হয়ে গিয়েছিল, সেই বিষয়টা প্রশাসন ও আমাদের রেলওয়ে কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু তেমন একটা সুবিধা হয়নি। ওরা কাউন্টারে আমার কাছ থেকে জোরপূর্বক টিকিট নেয়ার চাপ প্রয়োগ করে। ওদের বেআইনী দাবি, কথা মানতে পারিনি। তখন আমার উপর শারিরীক নির্যাতনের পরিকল্পনা করে।
বুঝতে পেরে আমার উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানালাম। উর্দ্ধতন কর্মকর্তা বললো ঠিক আছে, আপনি একটা জিডি করে রাখেন। আমি জিডি করার ভিত্তিতে পরবর্তীতে পুলিশ প্রশাসন, ম্যাজিস্ট্রেট জেনেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তারা বদলি হয়ে যাওয়ার পরে বিভিন্ন মিডিয়াতে অনেকসময় ভুল বক্তব্য দিচ্ছে। এতে খুলনা গুরুত্বপূর্ণ স্টেশনের স্টাফদের দুর্নাম হয়। তারা বলছে, যে মাস্টারের কালো বিড়াল থলে থেকে বের হয়ে যাবে।
তিনি বলেন, ২০১৭ সালে একটি টিকিট নিয়ে মিথ্যা প্রচার করা হয়েছিল। সেটি দুর্নীতি দমন কমিশন (দুদক) পর্যন্ত গড়ায়। দুদক ৩১ বার তদন্ত করে দেখে মানিক চন্দ্র সরকারের বিলের পৌনে ২ কাঠা জমি ছাড়া কোন জমি নেই। পুরাতন স্টেশনে লঞ্চ ঘাটে ২০১৭ সালে তেল চুরি হয়েছে ওটা তো আমার জানা ছিল না। আমি পরবর্তীতে পত্র-পত্রিকায় শুনেছিলাম।
উল্লেখ্য, গত ১৬ মে খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার ট্রেনের টিকেট কালোবাজারে বিক্রির অভিযোগে খুলনা রেল স্টেশনের ৫ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে খুলনা রেলওয়ে থানায় জিডি করেন।
|
|
|
|
মেহেরপুর প্রতিনিধি:
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ জাওয়াহেরুল আনাম সিদ্দিকী। বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ ফয়সাল হারুন। আগামী ৪ জুন থেকে ৭ জুন পর্যন্ত ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের ৮ হাজার ১৮০ জন শিশুকে নীল রংয়ের ১২ থেকে ৬৯ মাস বয়সী শিশুদের ৫৯ হাজার ৭শ ৪৭ জন শিশুকে লাল রংয়ের এ+ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ৪শ ৫৯ টি কেন্দ্রে এ ভিটামিন এ+ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা ওরিয়েন্টেশনে অংশ নেয়।
|
|
|
|
স্বাধীন বাংলা অনলাইন : জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি ও ১৪ দফা বাস্তবায়নের দাবিতে ফেনী-২ (সদর) আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ ফেনী জেলা শাখার নেতৃবৃন্দ।
কেন্দ্র ঘোষিত এ স্মারকলিপি শুক্রবার বিকেলে এমপির বাসভবনে তার হাতে তুলে দেয়া হয়। তিনি বিএমএসএফের পক্ষ থেকে প্রদানকৃত স্মারকলিপি প্রধানমন্ত্রীর নিকট পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দেন। এ সময় উপস্থিত ছিলে ফেনী জেলা কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) ইসহাক চৌধুরী, সাধারণ সম্পাদক হাসনাত তুহিন) মোঃ মাসুম বিল্লাহ ভূঁইয়া, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির জেলা সভাপতি (প্রস্তাবিত) সোহাগ খান সহ নেতৃবৃন্দ।
এদিকে গত বৃহস্পতিবার ফেনীর এমপি জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর কাছে অনুরুপ স্মারকলিপি তুলে দেয়া হয়েছে।
উল্লেখ্য, সাংবাদিকদের স্বার্থরক্ষার আন্দোলন বেগবান করতে গত ৫ বছর ধরে ১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন করে আসছে বিএমএসএফ। চলতি বছর ৬ষ্ঠ বারের মত উদযাপিত হচ্ছে। সপ্তাহটিকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে বিএমএসএফের পক্ষ থেকে এ বছর স্থানীয় এমপিদের মাধ্যমে স্মারকলিপি পাঠানোর উদ্যোগ নেয়া হয়।
ফেনী জেলা সম্পাদক হাসনাত তুহিন সংগঠনের বরাত দিয়ে বলেন, দেশে শিক্ষা সপ্তাহ, কৃষি সপ্তাহ, স্বাস্থ্য সপ্তাহ, পুলিশ সপ্তাহ, আনসার সপ্তাহ, পুষ্টি সপ্তাহসহ নানা সপ্তাহ রয়েছে। কিন্তু দুর্ভাগ্য যে সাংবাদিকদের জন্য কোন দিবস কিংবা সপ্তাহ রাষ্ট্রীয়ভাবে উদযাপনের উদ্যোগ নেই। তাই ২০১৭ সালে জাতীয় গণমাধ্যম সপ্তাহের প্রবক্তা ও বিএমএসএফের প্রতিষ্ঠাতা আহমেদ আবু জাফর সপ্তাহটি চালুর ঘোষণা দেন। সেই থেকে দেশের বিভিন্ন শাখায ১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ উদযাপিত হয়ে আসছে। সপ্তাহটির মাঝে এবছর পবিত্র ঈদ উল ফিতর থাকায় আনুষ্ঠানিকতা রাখা হয়নি।
|
|
|
|
রংপুর প্রতিনিধি : রংপুর সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে ঈদ উপহার ও সাথে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার বিকেলে ধাপ মেডিকেল পূর্ব গেট (নর্দান মেডিকেল কলেজ সংলগ্ন) রংপুর সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে রংপুর সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু, উপস্থিত থেকে ঈদ উপহার ও ইফতার বিতরণ করেন রংপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ শিমুল ইসলাম, উপমা নার্সিং কলেজের অধ্যক্ষ কাজী মোঃ মশিউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সাদেকুর রহমান লিখু, টার্গেট নার্সিং কোচিং সেন্টারের পরিচালক হুমায়ুন কবির, রংপুর সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক খালেদ আনোয়ার পাশা, অর্থ সম্পাদক মানিক চন্দ্র সাহা, দপ্তর সম্পাদক ফারুক হোসেন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহমুদ উল হক, সদস্য সচিব আবু সাইদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রায় ২০০ জন অসহায় ও দুস্থদের মাঝে সংস্থার নিজস্ব অর্থায়নে ঈদ উপহার যেমন আতব চাল, সেমাই, সয়াবিন তৈল, চিনি, পাউডার দুধসহ ইফাতার সামগ্রী বিতরণ করা হয়।
|
|
|
|
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ক্রেতা সাধারণকে আকৃষ্ট করতে ফ্যাশন হাউজগুলোকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। এমনকি বাজারের বিভিন্ন সড়কের পাশে ছোট বড় দোকান ভাড়া নিয়ে ফ্যাশন হাউজ ও তৈরী পোশাকের দোকান সাজিয়েছে নতুন নতুন ব্যবসায়ীরা। তবে ঈদ যতই ঘনিয়ে আসছে, ততই এখানে বাড়ছে মানুষের ভিড়। সকাল ৮টা থেকে শুরু করে এই ভিড় কখনো কখনও রাত ১২টা পর্যন্তও থাকে। ফ্যাশন হাউজ ও তৈরী পোশাকের দোকানের সাথে প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে নেই কসমেটিকস বিতানগুলোও।
ঈদকে সামনে রেখে এসব দোকান ও ফ্যাশন হাউজগুলোয় কেনাবেচার ধুম পড়েছে। গতবারের তুলনায় এবার দাম বেশি। তবে পোশাকে এসেছে বেশ বৈচিত্র্য। প্রতিষ্ঠানের সাজসজ্জার কাজ সম্পন্ন করেই দোকানিরা শুরু করেছেন বেচাকেনা। দোকানগুলো ইতিমধ্যে তরুণ-তরুণীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। এছাড়াও ছিট কাপড়ের দোকানে পছন্দের পোশাক তৈরীর জন্য দর্জিদের কাছে ভিড় করছে তরুণীরা। তাই দিনরাত ব্যস্ত সময় চলছে টেইলরদের।
তবে গত বছরের তুলনায় এবার পোশাকের দাম বেশি হওয়ায় নিম্নবিত্তরা পড়েছেন বিপাকে। তাদের কথা চিন্তা করে ইতিমধ্যে ফুটপাতে বেশ কিছু পোশাকের দোকান দিয়েছে স্বল্প পুঁজির ব্যবসায়ীরা। বাজারের নামিদামী দোকানের চেয়ে দাম কম হওয়ায় এইসব মার্কেটেও জমে উঠেছে বেচাকেনা। তবে গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে কেনাবেচা অনেকটাই বেড়েছে বলে জানান বিক্রেতারা। ঝালকাঠির ছাড়াও নলছিটি, রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার চিত্রও প্রায় অভিন্ন। দেশি পোষাকের প্রতি আকর্ষণ থাকলেও দাম নিয়ে কিছুটা অসন্তোষ রয়েছে।
তবে সুতা সহ যাবতীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে এ বছর কাপড়ের দাম কিছুটা বেশি বদে জানিয়েছেন বিক্রেতারা। ঈদ যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে ক্রেতাসমাগম। ছিনতাই, রাহাজানি প্রতিরোধে বাড়তি সতর্কতায় রয়েছে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন মোড়ে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীরকে শতর্ক টহলে দেখা গেছে।
|
|
|
|
ফেনী প্রতিনিধি :
ফেনীতে বিচার বিভাগের আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা আদালতের সম্মেলন কক্ষে পবিত্র কোরআন ও গীতা পাঠের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও ফেনী জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন নেছারের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ ওসমান হায়দার, পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, চীফ জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আতাউল হক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ কায়সার মোশাররফ ইউসুফ, ফেনী জেলা কারাগারের জেল সুপার মোঃ আনোয়ারুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা, ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক এড. মোঃ গিয়াস উদ্দিন, পিপি এড. হাফেজ আহমেদ, জিপি এড. প্রিয় রঞ্জন দত্ত এবং এড. গোলাম কিবরিয়া প্রমুখ।
সভায় জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্ নেছা বলেন, আমরা যদি ‘আইনগত সহায়তা প্রদান আইন ২০০০’ এর প্রস্তাবনার প্রতি দৃষ্টি দেই তাহলে দেখবো বলা হয়েছে ‘আর্থিকভাবে অস্বচ্ছল, সহায় সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনগত সহায়তা প্রদান করার উদ্দেশ্যেই ’ উক্ত আইনটি প্রণীত হয়েছে। অর্থাৎ এই আইনের প্রস্তাবনা দ্বারা স্পষ্ট যে, বাংলাদেশ সংবিধানের ২৭ ও ৩১ অনুচ্ছেদে মৌলিক অধিকারের বাস্তবায়নকে ২০০০ সনের এই আইন দ্বারা জোরদার করা হয়েছে। বাংলাদেশের প্রতিটি জেলার জেলা লিগ্যাল এইড কমিটির বিজ্ঞ সদস্যবৃন্দ, জেলা লিগ্যাল এইড অফিসার, সকল পর্যায়ের বিজ্ঞ বিচারকগণ, বিজ্ঞ আইনজীবীগণ সহ আইনগত সহায়তা প্রদানের সাথে জড়িত তালিকাভুক্ত আইনজীবীগণ সহ সংশ্লিষ্ট সকল দপ্তরের সম্মানিত ব্যক্তিবর্গ যদি ২০০০ সনের এই আইন বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করে যান-তবেই এই আইন প্রণয়নের উদ্দেশ্য সফলভাবে পূরণ করা সম্ভব এবং দিবসটি উদযাপন করা যৌক্তিক হয়ে উঠে। সভা শুরুর আগে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২২ উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ট্রাঙ্ক রোড় ঘুরে শহীদ মিনার হয়ে জেলা জজ আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়। লিগ্যাল এইডের মামলা পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য এড. আবদুছ ছাত্তার এবং এড. রহিমা খাতুন হেলপী সেরা প্যানেল আইনজীবী পুরস্কার লাভ করেন। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্ নেছা সেরা প্যানেল আইনজীবীদের হাতে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সহকারী জজ মোঃ নিজাম উদ্দীন।
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আখলাকুল আম্বিয়া নির্বাহী সম্পাদক: মাে: মাহবুবুল আম্বিয়া যুগ্ম সম্পাদক: প্রদ্যুৎ কুমার তালুকদার সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: স্বাধীনতা ভবন (৩য় তলা), ৮৮ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। Editorial & Commercial Office: Swadhinota Bhaban (2nd Floor), 88 Motijheel, Dhaka-1000. সম্পাদক কর্তৃক রঙতুলি প্রিন্টার্স ১৯৩/ডি, মমতাজ ম্যানশন, ফকিরাপুল কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত । ফোন : ০২-৯৫৫২২৯১ মোবাইল: ০১৬৭০৬৬১৩৭৭ Phone: 02-9552291 Mobile: +8801670 661377 ই-মেইল : dailyswadhinbangla@gmail.com , editor@dailyswadhinbangla.com, news@dailyswadhinbangla.com
|
|
|
|