কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত এবং অপর আরো ৭ জন গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চকরিয়ার সাইরাখালি গ্রামের মুজিবুর রহমান (৩০) ও দুলাহাজরা এলাকার এনামুল হক (২৫)। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত পক্ষে আরো ৭ ব্যক্তি। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।