মোহাম্মদ ইয়াসিন, সাভার ঢাকার সাভারে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে জয়নাল আবেদীন (৭৩) নামের এক ভন্ড কবিরাজকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। গত (৬ জুন) রাতে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল মিয়া। তিনি জানান ৪শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে সাভার সদর ইউনিয়নের দেওগাঁ এলাকায় অভিযান চালিয়ে জয়নাল আবেদীন নামের ভন্ড কবিরাজকে আটক করা হয়।
আটক জয়নাল আবেদীন সাভার সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দেওগাঁ পশ্চিমপাড়া এলাকার মৃত জয়নাল আলী মুন্সীর ছেলে। তিনি ওই এলাকায় তাবিজ-কবজ বিক্রির নামে দীর্ঘদিন ধরে ভন্ডামি করে আসছিলেন।
ভুক্তভোগীর পরিবারের লোকজন জানান, একই মাদ্রাসায় পড়ার খাতিরে অভিযুক্ত ভন্ড কবিরাজ জয়নাল আবেদীনের নাতনির সাথে একই মাদ্রাসার পড়ুয়া ছাত্রীদের যাওয়া আসা ছিলো তার বাড়ীতে। এই সুযোগে অনেকের সাথেই যৌন হয়রানীর চেষ্টা করতো। ভুক্তভোগীর পরিবারের জানায়, ১৫ দিন আগে জয়নালের নাতনির সাথে তাদের বাড়িতে ঘুরতে যায় এক শিশু। এসময় নাতনিকে কাজে পাঠিয়ে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করে জয়নাল। পর দিন আবার ভুক্তভোগী শিশুকে বাসায় নিতে চাইলে সে আর যেতে রাজি হয়নি।
পরে আরেক শিশু বান্ধবীকে নিয়ে বাসায় যায় জয়নালের নাতনি। এ দিনও একই কাজ করে জয়নাল। এভাবে ছয় শিশুকে ধর্ষণের চেষ্টা করে ভন্ড কবিরাজ। উক্ত বিষয়টি গত শনিবার দুই ভুক্তভোগী শিশু তাদের পরিবারকে জানালে শিশুদের পরিবার এলাকার মাদবরদের অবহিত করেন। কিন্তু বিষয়টি বাড়াবাড়ি না করার জন্য উল্টো ভুক্তভোগী পরিবারদের চাপ দিতে থাকে।
পরে আইনি সহায়তার জন্য ভুক্তভোগী ৪ শিশুর পরিবার সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ওই এলাকায় অভিযান চালিয়ে ভন্ড কবিরাজ জয়নালকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল মিয়া বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত জয়নাল আবেদীনকে আটক করা হয়েছে। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের হলে অভিযুক্তকে প্রচলিত আইন মোতাবেক আদালতে প্রেরণ করা হবে।