ব্রাহ্মণবাড়িয়া ১৯২ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী রাসেল মিয়া(৩৫)নামে এক যুবককে আটক করেছে র্যাব ১৪ ভৈরব ক্যাম্পের সদস্যারা। রবিবার সকালে সদর উপজেলার চান্দিয়ারা গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত রাসেল মিয়া ওই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী রাসেল মিয়ার বাড়িতে অভিযান চালায় র্যাবের ১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। এ সময় তার ঘর তল্লাশি করে ১৯২ বোতল ফেন্সিডিল জব্দসহ তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল জানিয়েছে সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে মাদকদ্রব্য এনে দেশে বিভিন্ন স্থানে বিক্রি করতো।
এ বিষয়ে র্যাব ১৪ এর কোম্পানী অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, আটককৃতের বিরুদ্ধে সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।